অনলাইনেই জমিতে সার প্রয়োগের তথ্যসেবা চালু করলো কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট। দীর্ঘ পাঁচ বছর গবেষণা শেষে ‘ওএফআর’ সফটওয়্যারের মাধ্যমে কৃষিজতিতে সার প্রয়োগ সেবা কার্যক্রম শুরু করলো প্রতিষ্ঠানটি। সফটওয়্যারটির মাধ্যমে মাটির পুষ্টিমানের তথ্য, ফসলের পুষ্টি চাহিদা ও সারে পুষ্টি উপাদানের পরিমাণ বিশ্লেষণ করে সার প্রয়োগের নির্দেশিকা পাবেন কৃষকরা। এজন্য কৃষককে বাংলা সংস্করণের ওয়েব ঠিকানায় গিয়ে এখানে থাকা ফর্ম পূরণ করে কৃষক তার নিজেরে জমিতে সার প্রয়োগের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সফটওয়্যারটি ব্যবহার করে জমির অবস্থান (জেলা, উপজেলা ও ইউনিয়ন) ভূমি শ্রেণী ও ফসল নির্বাচন করে, নির্বাচিত ফসলের জন্য সারের যাবতীয় তথ্য জানা যাবে।
সফটওয়্যারটি বিষয়ে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মকবুল হোসেন বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড অনুসারে সার্ভারে রাখা মাটির তথ্য ভাণ্ডার থেকে নির্বাচিত এলাকার মাটির নমুনা বিশ্লেষণ করে ওই সফটওয়্যার তাৎক্ষণিকভাবে সারের সুপারিশ বা নির্দেশিকা দেবে। তিনি জানান, কৃষকেরা সরাসরি www.frs-bd.com অথবা ww.srdi.gov.bd ওয়েবসাইটের OFRS সংযোগে গিয়ে স্থান ও ফসল নির্বাচন করে এই সেবা পেতে পারেন। এছাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, বেসরকারি টেলিকম সংস্থা ৭৬৭৬ নম্বরে ফোন করে অথবা গ্রামীণ ফোনের সিআইসি থেকেও এই সেবা নিতে পারবেন কৃষকরা।
সার শুপারিশ নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস