Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ধামতী পূরী সূভা মিয়া খন্দকারের মাজার
Location
ধামতী দক্ষিন পাড়া ভূইয়া মার্কেটে হইতে আধা কি. মি. দক্ষিনে আবস্থিত।
Transportation
(দেবিদ্বার হইতে সি.এন.জি.দিয়ে ধামতী দক্ষিন পাড়া সূভা মিয়া পীর সাহেবের মাজার বলিলে যাওয়া যাবে) ধামতী, দেবিদ্বার, কুমিল্লা।
Details

 

গাউছেলাজুম ধামতী পূরী সূভা মিয়া খন্দকার ছিলেন একজন মজনুন অলি। তাহার মোট ৩টি মাজার বর্তমান। ২টি মাজার ধামতীতে অবস্থিত ১টি মাজার বিলপুকুরীয়া, বড়ুরা, কুমিল্লাতে অবস্তিত। এই সাধকের বহু কেরামতির নজির আছে। তার মধ্যেজলম,বড়ুরা, কুমিল্লায় অবস্তিত কেরামতি বাঁশমুড়া, এখন পর্যন্ত এক পরিবারেছেলে সন্তান না হওয়া, সহ অগনিত ঘটনার প্রমান মিলে এই পাগল পীরের জীবনিতে।প্রতি দিন দেশের বিভিন্ন স্থান হতে  মাজার জেয়ারত করার জন্য শত শত মানুষেরযাতায়াত। প্রতিবছর ২৫শে মাঘ বাৎসরিক ওরশ পালিত হয়। লক্ষ লক্ষ আসেকান পীর-ফকির উক্ত মাহফিল শরিক হন।

এই সাধকের জন্ম- ১৩০৫ বাংলা, ওফাত দিবস- ১৩৬৮ বাংলা, ১৬ই কার্তিক।